![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/034.jpg)
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা করায় অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন পৃথক অভিযান চালান।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং
নিত্যপ্রয়োজনী মুদি দোকানে পণ্যের দাম অতিরিক্ত রাখায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, আউশকান্দি, নবীগঞ্জ শহর, গোপলার বাজার, ফুলতলি বাজার, পানিউমদা বাজার, দেবপাড়া বাজার ও খাগাউরা বাজারে পৃথকভাবে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।