![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/Suruj_Habiganj-Pic.jpg)
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার জুমা’র নামাজের পর তারা জেলা সদরে টহল শুরু করে। পায়ে হেঁটে তারা পুরো শহর প্রদক্ষিণ করে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জটলা বেঁধে আড্ডা দেয়ায় তাদের ধাওয়া দিয়ে বিচ্ছিন্ন করে দেয় সেনাবাহিনী। অনেক স্থানে আড্ডারতদের সরিয়ে দেয়া হয়। লে. কর্ণেল সোহরাব উদ্দিন খানের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। এর আগে সেনা কর্মকর্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com