স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গনসচেতনতায় অবিরাম প্রচার-প্রচারণা চালিয়ে চালিয়ে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। বুধবার ও বৃহস্পতিবার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। অতিরিক্ত পুলিশ শেখ সেলিম বলেন-মহামারি এই করোনা ভাইরাস প্রতিরোধে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের সকল নির্দেশ মানতে হবে। কোথাও গনজমায়েত করা যাবে না। প্রত্যেককে দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। তিনি আরো বলেন-ঔষধ ও মুদির দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ রাখতে হবে। প্রচারণাকালে তার সাথে ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন সামান্ত ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলামসহ বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার পুলিশ।