![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/CHAMPA.jpg)
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুচীউড়া গ্রামে চম্পা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাটিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সে ওই গ্রামের আয়াত আলীর কন্যা ও মোজাহের উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, একই গ্রামের মহরম আলীর সাথে আয়াত আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে মহরম আলীর পুত্র রফিক মিয়া, শাহ আলম, আফছর মিয়া, সফিক মিয়াসহ একদল লোক আয়াত আলীর ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তাকে না পেয়ে তার মেয়ে স্কুলপড়–য়া ছাত্রীকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com