চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সারাদেশে সভা সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে চুনারুঘাট রেমা কালেঙ্গা বণ্যপ্রাণী অভয়ারণ্যে। এ বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যারা আইন মানা বা মানুষকে বুঝানোর কথা তারাই আইন মানছেন না।
গতকাল ছিল আন্তর্জাতিক বন দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য কর্তৃপক্ষ আয়োজন করে বন দিবস পালনের। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রেমা কালেঙ্গা অভয়ারণ্য’র সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু সভার সভাপতিত্ব করেন। রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামসহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন। যেখানে সমাবেশ ও সেমিনার এমনকি বিয়ে শাদি পর্যন্ত বন্ধ করা হচ্ছে সেখানে সচেতন মহলের এ ধরনের সভার আয়োজন নিয়ে চলছে নানা আলোচনা।