চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় গত ১৫ দিনে বিভিন্ন দেশ থেকে আসা সাড়ে ৩শ’ প্র্রবাসীর মধ্যে শনিবার পর্যন্ত ৪৮ জনকে কোয়ারেন্টিনে আনতে পেরেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বাকী ৩শ’ প্রবাসীকে গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। ইমিগ্রেশনের দেওয়া তালিকা গত কয়েকদিন ধরেই যাচাই বাছাই করে প্রবাসীদের খুঁজে বেড়াচ্ছেন তারা। এর আগে উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছিল যার যার ইউনিয়নের প্রবাস থেকে আসাদের তালিকা দেখে হোম কোয়ারেন্টিনে আনার জন্য। কিন্তু ইউনিয়ন পরিষদ এ কাজটি করতে পারেনি। কিন্তু বসে নেই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যকর্মীরা তালিকা দেখে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। যাকে পাওয়া যাচ্ছে সদ্য বিদেশে থেকে এসেছেন তাদেরই নাম ঠিকানা লিপিবদ্ধ করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। গতকাল শনিবারও তারা ২৬ জন প্রবাসীকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে এনেছেন। এ নিয়ে গত ৩ দিনে উপজেলায় ৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন। তিনি জানান, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমাদের কর্মীরা বসে নেই, তারা তালিকা দেখে বাড়ি বাড়ি যাচ্ছে। যাকে সদ্য বিদেশ ফেরত পাচ্ছে তাকেই হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও জানান, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টিনে আনা হবে। শনিবার সকালে উপজেলার আমু বাগান এলাকা থেকে রিপন মিয়া নামে একজন জানান, ওই এলাকায় স্বামী স্ত্রী বিদেশ থেকে এসে দিব্যি বিয়ে বাড়িসহ হাটবাজারে ঘুরছেন। তারা কোয়ারেন্টিনের আওতায় এখনও আসেনি। পরে তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, যারা গত ১৫ দিনের মধ্যে প্রবাস থেকে দেশে এসেছেন তাদের তালিকা নিয়ে আমরা কাজ করছি। কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও আমরা নজর রাখছি। আমরা প্রত্যেককে হোম কোয়ারেন্টিনের আওতায় আনবো।