![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/MUTA_01.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৩টি গ্রাম নিয়ে গঠিত বার যুব সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রিচি যুব সংঘের কার্যালয়ে মোঃ বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে সভাপতি, মাসুক চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। উক্ত কমিটি ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ডাঃ মোঃ জিতু মিয়া, অ্যাডভোকেট মোঃ ইলিয়াছ আহমেদ, মাহমুদ মিয়া, মোঃ সফিউল্লাহ, আওলাদ মিয়া, কাজল আহমেদ, মোঃ বাচ্চু, তাজুল ইসলাম, আব্দুল ওয়াহিদ মনির প্রমুখ।
সভায় বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করে সকলকে সতর্ক থাকাসহ সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সভা শেষে বার যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই’র রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য কাউছার আহমেদ।