এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে মসজিদে নামাজ বন্ধে মাইকিং করার প্রতিবাদে হাজারো মুসল্লী বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল শুক্রবার রাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার মাইকিং করিয়ে উপজেলার বিভিন্ন মসজিদে ফরজ ব্যতিত অন্যান্য নামাজ বন্ধের আদেশ দেন। তার নির্দেশনায় মাইকিংয়ে বলা হয়, কেউ এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘোষণার প্রতিবাদে মাগরিবের নামাজের পর বাহুবল উপজেলা সদরে হাজারো মুসল্লী বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা মরতে হলে মসজিদে নামাজ পড়েই মরবেন বলে শ্লোগান দেন। মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত ‘মসজিদে নামাজ বন্ধ কেন’ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে থানা ও ইউএনও অফিস ঘেরাও করে শ্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেয়া মুসল্লীরা। রাত ৮টার দিকে বাহুবল-নবীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, মসজিদে নামাজ চলবে। তবে অসুস্থ ব্যক্তিরা মসজিদে না এসে নিজ বাসা বাড়িতে নামাজ আদায় করতে কোন বাধা নেই। তার এ বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুসল্লীরা শান্ত হন। তবে এ মিছিলে নেতৃৃস্থানীয় কোন আলেম ওলামাকে দেখা যায়নি।