মোহনপুর উত্তর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা জয়নাল আবেদিন ফারুক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর উত্তর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা জয়নাল আবেদিন ফারুকী বলেছেন- অজানা রোগ, বিভিন্ন মসিবত, ধন সম্পদের ক্ষতি, ভয়ভীতি ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহপাক মুসলমানদের পরীক্ষা করে থাকেন। করোনা ভাইরাসও মুসলমানদের জন্য একটি পরীক্ষা। পঙ্গপালে ফসল খেয়ে ফেলছে, সেটাও একটা পরীক্ষা। এসব পরীক্ষায় যেন কোনো মুসলমানের ঈমান চলে না যায়। করোনা ভাইরাসের ভয়ে মসজিদ ছাড়া যাবে না। তিনি বলেন- চিনে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। তাদের দেশে বন্ধ মসজিদ খুলে দেয়া হয়েছে। রাস্তায় রাস্তায় নামাজ পড়া হয়েছে। আমেরিকায় করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেখানকার গির্জা বন্ধ করা হয়নি, মসজিদ বন্ধ করা হয়নি। ইতালীতে করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেখানকার ইহুদিরা প্যাগোডা বন্ধ করেনি। ভারতে করোনা ভাইরাসে তাদের মন্দির বন্ধ করেনি। বরং সবদেশে সব জায়গায় করোনা ভাইরাসের কারণে নিজ নিজ ধর্মের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়েছে। সৌদী আরবে করোনা ভাইরাস দেখা দেয়ার আগেই মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। হাজার বছরের ইতিহাস ভুলুন্ঠিত করে পবিত্র ক্বাবা শরীফে জুমার নামাজ বন্ধ করে দেয়া হয়েছে। মদিনাতুল মনোয়ারায় জুমার নামাজ বন্ধ করে দেয়া হয়েছে। এসব ভাল লক্ষণ হতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্নতা করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। একজন মুসলমান তো পাঁচ বার নামাজ পড়লে এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আল্লাহর দেয়া করোনা ভাইরাস গজবকে আমরা ভয় করি, কিন্তু সেই ভয়ে যাতে আমাদের ঈমান চলে না যায়। প্রায় ৪২ মিনিটের বক্তব্যে আল্লামা জয়নাল আবেদিন ফারুকী ক্বিয়ামতের আলামতের বিষয়ে আলোকপাত করেন।