শেখ মাইশা আহমেদ
শিশু শব্দটি শুনতেই মনে হয় কতই-না নিষ্পাপ
কিন্তু কেন এ সমাজের ধারণা পথশিশুরা অভিশাপ?
গরীব ঘরে জন্মানোতেই কি এত অপব্যবহার
নাকি প্রতিবন্ধক সমাজে নেই সকল কাজ সমান চোখে দেখার।
প্রশ্ন আমার সমাজের কাছে
শিশু শ্রম বন্ধের প্রতিবাদ করার ক্ষমতাকি কারো আছে?
পেটের দায়ে হয়তো এ শিশু কোন বাড়ির কাজের সহায়ক
হয়তো দু’মুঠো অন্নের জন্যই অর্থ আয়ের প্রতি তাদের ঝোঁক।
মানুষ তাদের স্বার্থের কারণে পথ শিশুকেও করে বিক্রি
শিশু পাচারই যেন কিছু শ্রেণির মানুষের চাকরি।
সরকার দায়িত্ব নিয়েও পারছে না শিশু শ্রম বন্ধ করতে
সমাজ ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন
কেবল মানুষের উন্নয়নের স্বার্থে।
শিশু শ্রম বন্ধ করতে হলে প্রয়োজন সকলের সহযোগিতা
তাহলেই বিশ্বের বুকে উন্নয়নশীল রাষ্ট্র হবে এ দেশ মাতা।

লেখক: শিক্ষার্থী
বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়