চুনারুঘাট প্রতিনিধি ॥ রাসু বেসরকারী সংস্থার সহযোগী প্রতিষ্ঠান চুনারুঘাট উন্নয়ন প্রকল্পের অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চুনারুঘাট সদর ইউনিয়নের শ্রীকুটা বাজারে আর্ত-মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক এবং পরিচালনা করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুসলিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। প্রধান আলোচক ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ও প্রকল্পের পরিচালক শেখ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ও পরিচালক কামরুল ইসলাম, আমিরিকা প্রবাসী আব্দুর রউফ, প্রকল্পের সদস্য আহাদ চৌধুরী লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংবাদিক নুর উদ্দিন সুমন, মহুরী মহিদুল ইসলাম মুনসুর বাহার, চুনারুঘাটের ব্যকস নেতা সাজিদুল ইসলাম, মালেক চৌধুরী, শ্রীকুটা বাজারের ব্যবসায়ী জাহিদ চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, সাংবাদিক নাজিরুজ্জামান শিফন ও শ্রীকুটা বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, রাসু বেসরকারী সংস্থার সহযোগী প্রতিষ্ঠান চুনারুঘাট উন্নয়ন প্রকল্পের ১৩টি লক্ষ্য ও উদ্দেশ্য হলো- দারিদ্র্যমুক্ত উপজেলা, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, ভিক্ষুকদের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ শিক্ষা উপকরণ সরবরাহ, অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পুনর্বাসন কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচি, স্বাস্থ্যসম্মত লেট্রিন কর্মসূচি ও ক্ষুদ্রঋণ কর্মসূচি।