স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ১৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বুধবার বিকেলে উদ্বোধনী ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। তবে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা করোনা ভাইরাস আতঙ্কের কারণে উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
উদ্বোধনকালে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তৃতা করেন এমপি আবু জাহির। পাশাপাশি সকলকে সরকারি নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন তিনি।
উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- দাউদনগর বাজার হতে পুরান বাজার পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং রাস্তা, ড্রেন ফুটপাত, বিদ্যুতায়ন, ডিভাইডার কাজ, সাবাসপুর পৌর ঈদগাহ মাঠ উন্নয়ন, কুতুবেরচক ঈদগাহ থেকে জামতলী মোড় মূখী রাস্তায় আর.সি.সি ড্রেন কাজের উন্নয়ন, শায়েস্তাগঞ্জ থানা থেকে দাউদনগর বাজার মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা, ড্রেন, ফুটপাত, বিদ্যুতায়ন কাজ, আলীগঞ্জ বাজার টিনশেড কিচেন মার্কেট, দাউদনগর বাজার টিনশেড কিচেন মার্কেট, পুরান বাজার টিনশেড কিচেন মার্কেট, পূর্ব লেঞ্জাপাড়া সড়ক ও জনপথ থেকে পশ্চিম লেঞ্জাপাড়া পর্যন্ত সড়ক, পূর্ব বড়চর বিসি রোড থেকে চিত্তরঞ্জন শীলের বাড়ি পর্যন্ত সড়ক, পূর্ব লেঞ্জাপাড়া সড়ক ও জনপথ থেকে আলাপুর পর্যন্ত সড়ক, পশ্চিম লেঞ্জাপাড়া সাবেক মেম্বার মরহুম তাজুল ইসলাম ফারুক সড়ক, দেউন্দি সড়ক থেকে পৌর শ্মাশানঘাট হয়ে জগন্নাথপুর পর্যন্ত সড়ক, দেউন্দি সড়ক থেকে উত্তরমুখী পর্যন্ত ওপেন ড্রেন নির্মাণ।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, কাউন্সিলর আব্দুল গফুর, কাউন্সিলর জিতু আহমেদ মাখন, কাউন্সিলর আছমা আক্তার, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, পৌর আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সাহেদ, মাসুদুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা ওসমান আলী মিনু, আবু আহমেদ ভেলু চৌধুরী, রাহেল মিয়া সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক টিএম আফজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহেদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন, অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক শরিফ সুমন, জয়নাল সরদার, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।