সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থাকায় লাখাই উপজেলার করাব গ্রামের ফ্রান্স প্রবাসী নববিবাহিত মাসুক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। তিনি জানান, খবর পেলাম উপজেলার করাব এলাকায় নববিবাহিত বর ফ্রান্স প্রবাসী হোম কোয়ারেন্টিন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। সেই সাথে ১৪ দিন নিজ বাড়িতে তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি এ নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, লাখাই উপজেলার করাব গ্রামের আলাই মিয়ার ছেলে মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে ফেরেন। ২৬ মার্চ পর্যন্ত তার বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তিনি গত সোমবার বিয়ে করেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে। কিন্তু ১৩ মার্চ রাতেই উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে। এরপর ১৪ মার্চ সকালে করাব গ্রামে গিয়ে স্ত্রী সহ মাসুক মিয়ার বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন ইউএনও। ইউএনও সঞ্চিতা কর্মকার বলেন, মাসুক মিয়া ও তার স্ত্রী সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকছেন কি-না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।