চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় গত এক মাসে প্রায় ৪শ’ প্রবাসী দেশে এসেছেন, তাদের মধ্য মাত্র ২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাকিদের বিষয়ে কারো কাছে কোন তথ্য ছিল না। গতকাল বুধবার বিকেলে দেশের ইমিগ্রেশন ও বিভিন্ন স্থল শুল্ক বন্দর থেকে উপজেলা পর্যায়ে বিদেশ ফেরতদের তালিকা পাঠানো হয়। এত পরিমাণ প্রবাসী আসার খবরটি সারা উপজেলায় ছড়িয়ে পড়ে। বিকেলেই বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে নেয়ার জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জানানো হয়। বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তালিকায় সবচেয়ে বেশি বিদেশ ফেরত রয়েছেন মিরাশী ইউনিয়নে ৫৪ জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, আমরা বিদেশ ফেরতদের তালিকা পেয়েছি ও তাদেরকে হোম কোয়ারেন্টিনে নেওয়ার ব্যবস্থা করেছি।