স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন। এ উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও আতশবাজি করা হয়।
মঙ্গলবার সকাল ৭টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে পুস্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের এমপি বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তোপধ্বনি করা হয়। পরে শত বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এছাড়া রাত ৮টায় এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বাসার ছাদে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আতশবাজি ফোটানো হয়। এ সময় সেখানে এক মনোরম দৃশ্যের অবতারণা হয়। শহরের অনেক দূর থেকে লোকজন এই দৃশ্য অবলোকন করেন। আতশবাজির পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।