স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই সুপরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছে। তিনি শনিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার আন্দোলনকে তরান্বিত করতে হবে। আর খালেদা জিয়ার মুক্তি হলেই দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে। মানুষ আবার ভোটাধিকার ফিরে পাবে।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম জি মোহিত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মাহবুবুল হক হেলাল, নাজমুল হোসেন বাচ্চু, কালাম মাস্টার, আফজাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, শারফিন চৌধুরী রিয়াজ, রজব আলী, আলী হায়দর, আতহার আলী, আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট গুলজার খান, শাহ মুসলিম, মুর্শেদ আলম সাজন, শাহ আব্দুল খালেক, কাশেম আলী, জি কে ঝলক, গোলাম মাহবুব, বাদল আহমেদ, জুয়েল মিয়া, রাজু আহমেদ, হাসান আলী, আব্দুল কুদ্দুস, নুর মোহামদ, আলম শাহ, রফিক মিয়া প্রমুখ।
সম্মেলনে আব্দুস সালাম সভাপতি, আমজাদ হোসেনকে সহ সভাপতি, আলকাছ মিয়া তালুকদারকে সাধারণ সম্পাদক, শাহ রিপন গাজীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহ তাউছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।