বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার আইন-শৃঙ্খলা ও আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার ॥ “নেশামুক্ত জীবন চাই, বাঁচার মত বাঁচতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার আইন-শৃঙ্খলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি শেখ মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া ও অর্থ সম্পাদক ইউসুফ আলী জিতুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, সংগঠনের উপদেষ্টা ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল, মহাসচিব কমান্ডার এম এ নাসের, আপিল বাস্তবায়ন কমিটির সভাপতি এমএ লাল মিয়া, অতিরিক্ত মহাসচিব কমান্ডার ক্যাডেট আনোয়ার হোসেন। সভায় জেলার প্রত্যেক ইউনিয়নের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- সাড়ে ৩ বছর ধরে বানিয়াচং উপজেলার সকল ইউনিয়নের থানায় হাজিরা ভাতা ও ১ বছর ধরে ইউনিয়নের বেতন পাচ্ছেন না। এছাড়াও লাখাই উপজেলার গ্রাম পুলিশরা থানায় হাজিরা ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় ওই দুই উপজেলার গ্রাম পুলিশগণ তাদের পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করছেন। তারা গ্রাম পুলিশদের ভাতা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন। এছাড়াও সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন- গ্রাম পুলিশ বাহিনী দেশের আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ গ্রাম পুলিশ বাহিনীকে অবহেলার ফেলে রাখা হচ্ছে। তারা গ্রাম পুলিশ বাহিনীর বেতন জাতীয় স্কেলে করার দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।