নিজস্ব প্রতিনিধি ॥ বেতন স্কেল ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশ কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বানিয়াচঙ্গ উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ এর ট্রেনিং ও ক্যাম্পেইন বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন পালন করেছেন। বুধবার এ উপলক্ষে বেলা ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধন করেন তারা। পাশাপাশি হাম রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক মাইক্রোপ্ল্যান ফর্ম ও কমিউনিটি মাইক্রোপ্ল্যান ফর্ম জমাদান না করা প্রসঙ্গে বানিয়াচঙ্গ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। মানববন্ধনে উপস্থিত স্বাস্থ্য সহকারীরা জানান, আগামী ২২ ফেব্রুয়ারি হতে তাদের দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়া পর্যন্ত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সকল কার্যক্রম থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে তারা। মানববন্ধ ও স্বারকলিপি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম চৌধুরী, পারুল বেগম, সঞ্চিতা রাণী দাশ, সম্পা রাণী দাশ, আরিফে রাব্বানী, জিল্লুর রহমান, রোজিনা আক্তার, আফরোজ আহমেদ, জলিল মিয়া, আতাউর রহমান প্রমূখ।