স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে শহীদ মিনার এলাকায় প্র¯্রাব করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে অর্থদন্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বানিয়াচঙ্গ সদরের শহীদ মিনার এলাকার প্র¯্রাবরত অবস্থায় বানিয়াচঙ্গ উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের হারুন মিয়ার পুত্র রুমন মিয়া, দেশমুখ্য পাড়ার হিরা মিয়ার পুত্র জুয়েল মিয়া, শরিফখানী গ্রামের ইয়াদ উল্লার পুত্র আহাম্মদ আলী, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র আকতার মিয়া ও শিবপাশা গ্রামের সুলেমান মিয়ার পুত্র মোশাহিদ মিয়াকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খাঁন আটক করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার জানান, শহীদ মিনারের মতো প্রবিত্র জায়গায় প্র¯্রাব করে তারা বড় ধরণের অপরাধ করেছে। প্রথমবার জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অন্য যে কেউ এ ধরণের অপরাধ করলে জেল জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।