স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার কাউন্সিলর লাল মিয়াকে মানব পাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গুমুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের জুনাইদ মিয়াকে ৩ মাসের মধ্যে বৈধ ভিসার মাধ্যমে মাসিক ৪০ হাজার টাকা বেতনে সেনেটারী ফিটিংস এর কাজ দিয়ে সৌদি আরব পাঠাবে বলে ৫ লাখ টাকায় চুক্তি করে। জুনাইদ মিয়াকে সৌদি নিয়ে কাজ না দিয়ে ঘরে থাকতে বলে। পরে জুনাইদ মিয়াকে সৌদির লোকদের কাছে হস্তান্তর করে দেয়। এরপর থেকে জুনাইদ মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে কাউন্সিলর মোঃ লাল মিয়া ও তার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। আদালতের নির্দেশে থানা পুলিশ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই মামলায় লাল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সোমবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।