এসএম সুরুজ আলী ॥ মরণব্যাধি ‘করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত মেডিকেল শিক্ষার্থী মোঃ রায়হান আহমেদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়নি। সোমবার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন- রবিবার সন্ধ্যায় অসুস্থবোধ করায় রায়হান হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার রক্তের সিম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে মোবাইল ফোনে জানানো হয়েছে তার রক্তে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীমা আক্তার বলেন- রায়হান আহমেদের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব না পাওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। সোমবার রাতে তিনি বাসায় চলে গেছেন।
এর আগে গত রবিবার সন্ধ্যায় রায়হান আহমেদ অসুস্থবোধ করলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি চীন ফেরত শিক্ষার্থী হওয়ায় করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে রায়হান আহমেদ বাসায় চলে যান। ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে বাসা থেকে নিয়ে এসে আবারও হাসপাতালে ভর্তি করে। রবিবার সন্ধ্যা থেকে গতকাল রাত ১০টা পর্যন্ত তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের ৫ম তলায় করোনাভাইরাস আক্রান্তদের জন্য খোলা বিশেষ ওয়ার্ডে ভর্তি ছিলেন। রায়হান আহমেদ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল নূরের ছেলে।
রায়হানের পরিবার সূত্রে জানা যায়, রায়হান একজন মেডিকেল শিক্ষার্থী। ইন্টার্নী করতে সে চীনের জিয়ানশি প্রদেশে অবস্থান করছিল। সম্প্রতি সেখানে করোনা ভাইরাসে মৃত্যু আতঙ্ক দেখা দিলে সে চীন থেকে দেশে ফিরে আসে।