স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা ॥ গ্রেফতার হয়ে হাজতবাস

সংবাদদাতা ॥ মাধবপুরে ফারুকুল ইসলাম নামে এক আনসার ভিডিপি কর্মকর্তাকে মামলায় দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ফারুকুল ইসলাম মামলাটি মিথ্যা আখ্যায়িত করে তা থেকে রেহায় পেতে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। ভুক্তভোগী ফারুকুল ইসলাম জানান, গত বছরের ৩১ অক্টোবর তার স্ত্রী বাড়ি থেকে কাউকে না বলে চলে যায়। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মনিরুল ইসলাম তার অভিযোগের তদন্ত করেন। তদন্ত কর্মকর্তা জানান, ফারুকুলের অভিযোগের তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত কার্যক্রম চলছে। ভুক্তভোগী আনসার ভিডিপি কর্মকর্তা ফারুকুল ইসলাম এ ঘটনায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অপর একটি লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, তার দেড় বছরের একমাত্র ছেলে আরাফাত ইসলামকে মাধবপুর থানার এএসআই হেমায়েত হোসেন তার কাছ থেকে নিয়ে শিশুটির মায়ের কাছে হস্তান্তর করেছেন। আজ পর্যন্ত বাচ্চাটি কেমন আছে কোথায় আছে এর কোন হদিস নেই। ভুক্তভোগী ফারুকুল আরও জানান, গত বছরের ৩১ অক্টোবর তার স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর ৩০ নভেম্বর তার বাড়ি ঘটনাস্থল দেখিয়ে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ১০ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে দুদিন পর তিনি জামিনে মুক্ত হন। তিনি মিথ্যা মামলা থেকে নিস্কৃতি পেতে আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।