শায়েস্তাগঞ্জে ছাত্রসেনার সংবর্ধনা ও প্রীতি সমাবেশে যুবনেতা ডা: মাওলানা আব্দুল কাদির
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি/আলিম জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাতের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মামুনুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি যুবসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক যুবনেতা কাজী আল আমিন, জেলা ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। প্রীতি সমাবেশের উদ্বোধক ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাতের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা নুরল হক কুদ্রতী। বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক ছাত্রনেতা রিফাত আহমেদ রেজা, পৌর সাধারণ সম্পাদক নাহিন চৌধুরী, নুরপুর ইউনিয়ন সভাপতি হাফেজ সজল আহমেদ, ব্রাহ্মণডুরা ইউনিয়নের সভাপতি হাফেজ মাহবুবুর রহমান পলাশ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, ইমাম তাকিক, আসিফ চৌধুরী, আমিনুল ইসলাম, হাফেজ তাজমুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবসেনার সভাপতি ডাঃ মাওলানা আব্দুল কাদির বলেন, এই দেশ সুফীবাদী মুসলমানের দেশ। এ দেশে ইসলাম এসেছে অলি আওলিয়ার মাধ্যমে। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কোনো বিকল্প নেই। শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নুরুল হক কুদ্রতী। বিজ্ঞপ্তি

