স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা এলাকা থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি কুহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদসহ একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চালকদের পূর্ব জাহিদপুর খনখারিপাড়া গ্রামের মৃত রুকন উদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, সে গণধর্ষণ মামলার আসামি। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পালিয়ে আত্মগোপনে ছিলো। গতকাল বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

