বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব ও অফিসের চাবি নবনির্বাচিত আহ্বায়ক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন নবগঠিত আহ্বায়ক কমিটির হাতে দায়িত্ব ও অফিসের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির নবনির্বাচিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ফিরোজ আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য নুর হোসেন, সিরাজুল ইসলাম, হাসন আলী ও হাবীব উল্লা। এর আগে সাবেক আহ্বায়ক কমিটির ৭ সদস্য নবনির্বাচিত কমিটির হাতে অফিসের চাবি ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।