নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার স্থানীয় আউশকান্দি-হীরাগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মুরশেদ আহমদকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি মেম্বার খালেদ আহমদ জজ, ডাঃ নুরুল ইসলাম, বন্ধন চক্রবর্তী, আমির হেসেন, সাইফুর রহমান, আলাউর রাহমান, আল আমিন, রকি পারভেজ ও অলি মিয়া। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি উপহার দিতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ী ও সচেতন মহল। বিজ্ঞপ্তি