সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মৃণালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মৃণালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দাশ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।