স্টাফ রিপোর্টার ।। লাখাই’র গণধর্ষণ মামলার আসামি যুবলীগ সভাপতি আজিজ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজিজ মিয়া উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের ২নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি। তিনি ওই গ্রামের মৃত জাহাদ আলীর ছেলে।
লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় এএসআই খাইরুল ইসলাম ও ফিরোজ আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আজিজ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবারই কারাগারে প্রেরণ করা হয়েছে।