স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামে ফাতেমা বেগম (২০) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের রেজন মিয়ার কন্যা। গতকাল বুধবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসআই আওলাদ হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।