নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সার্বিক তত্ত্বাবধানে এবং রিপাতপুর গ্রামবাসীর উদ্যাগে ঠাকুর অনকুল চন্দ্রের ১৩৮তম জন্মতিথি তালনবমী পালন করা হয়েছে। সোমবার রাতে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে তা পালন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রন্থাদি পাঠ, ইস্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দবাজারে ভান্ডারা বিতরণ। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি কানু লাল দাশ, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, শংকর গোপ। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং আনন্দবাজারে ভান্ডারা বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com