
আহলে সুন্নাত ওয়াল জামাআত নিজামপুর ইউনিয়ন শাখা এবং নিজামপুর দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দঃ) উপলক্ষে এক আজিমুশ্বান জশনে জুলুছ এর আয়োজন করা হয়। শনিবার সকাল ৯ টা থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে নেতৃবৃন্দের উদ্যোগে স্থানীয় আশেকে রাসূলবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নিজামপুর দাখিল মাদ্রাসায় সমবেত হতে থাকেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উক্ত জশনে জুলুছে যোগদান করেন। নিজামপুর দাখিল মাদ্রাসা থেকে বাইপাস সড়ক ও আন্তঃসড়ক প্রদক্ষিণ শেষে বিশাল জশনে জুলুছটি পুনরায় নিজামপুর দাখিল মাদ্রাসায় এক নূরানী মাহফিলে সমবেত হয়। অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং কাজী মাওলানা ছাইফুল মোস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ হবিগঞ্জের সভাপতি উস্তাদুল উলামা আল্লামা সিরাজুল ইসলাম আল ক্বাদরী। মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মাওলানা মুনিরুজ্জামান আল ক্বাদরী, ইসলামী ফ্রন্ট হবিগঞ্জের সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, আহলে সুন্নাত সমন্বয় পরিষদের সহ-সভাপতি মুহিবুল ইসলাম শাহিন, সেক্রেটারী মাওলানা কাজী এম.এ জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়্যব মোজাহেদী, নিজামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইজাজুল ইসলাম খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন, মাওলানা সুফী আহমদ খান, মাওলানা জালাল উদ্দিন, মাস্টার ইদ্রিস আলী চৌধুরী, হীরা মিয়া মেম্বার, আনোয়ার খাঁ, জহুর আলী, ইদ্রিস আলী, ইউনিয়ন আহলে সুন্নাত এর সভাপতি মাওলানা রহমত আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ জাদিল আহমদ, রেজাউল করিম উজ্জল, হাফেজ বেলাল আহমদ, আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, মাওলানা নুরুল হুদা, ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা সভাপতি সাইফুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বেলাদতের খুশিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন ছলফে ছালেহীনের দ্বারা প্রতিষ্ঠিত একটি নেক আমল। যারা বলে এগুলো শিরক, বিদআত তাদের যুক্তি খন্ডনে উলামায়ে কেরাম দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করেন এটি একটি প্রতিষ্ঠিত ও সকলের পছন্দের উত্তম আমল। বিশ্বের ৫৭টি দেশে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে জশনে জুলুছ পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আগামী ১২ই রবিউল আউয়াল শনিবার হবিগঞ্জ শহরে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)। এতে সকল আশেকে রাসূলকে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। শেষে সালাতু সালাম পেশ করে আখেরী মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি