নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনকুল চন্দ্রের ১৩৮তম জন্ম দিবসকে কেন্দ্র করে বার্ষিক ভাদ্র পরিক্রমার ১৩তম দিনে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পার হিমেলের আয়োজনে পৌরসভার কানাইপুরের অঞ্জলী নিকেতনে সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, গ্রন্থাদি পাঠ, ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দবাজারে ভান্ডারা বিতরণ।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সৎসঙ্গের সহ-সভাপতি শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, কানু লাল দাশ, তাপস বণিক, বিধু ভুষন গোপ, কাজল আচার্য্য, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক বিপুল দেব, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, শিক্ষক হরিপদ দাশ, নরেশ দাশ, শংকর চন্দ্র গোপ প্রমূখ। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।