মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ।। নবীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) শহরের ডাক বাংলোর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বেকারি পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ ও নিট ওজন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এ অর্থদণ্ড করা হয়। অভিযানে শেখ আলীশা ফুড এর স্বত্বাধিকারী আলমগীর মিয়াকে ১৫ হাজার এবং মাওলানা স্পেশাল বেকারির মালিক মো. আলেক মিয়াকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।