বাহুবল প্রতিনিধি ।। বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত এলাইছ (৬৫) মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া কোনা ডুবাঐ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভাটপাড়া কোনা ডুবাঐ গ্রামের ফজলু মিয়া ও ইয়াকুত মিয়ার সাথে প্রতিবেশী হামদু মিয়া ও ওয়াহিদ মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ২০ আগস্ট দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার বিকেলে কোনা ডুবাঐ গ্রামের মুরুব্বি এলাইছ মিয়াকে রাস্তায় মারপিট করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে এলাইছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে ওয়াহিদ মিয়া, হিজবুল রহমান, হামদু মিয়া সহ কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com