
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) নাগরিক টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক সুনন্দ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।
২০১৩ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত জাহাঙ্গীর রহমান দীর্ঘদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক গণকণ্ঠ এর জেলা প্রতিনিধি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com