স্টাফ রিপোর্টার ।।হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবার ২৫ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। জেসমিন আরা বেগম হবিগঞ্জ জেলা দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জে যোগদানের পর থেকেই তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো।