
নুর উদ্দিন সুমন ।। চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উঠে আসে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও জনগণের প্রত্যাশার নানা বিষয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মতবিনিময়ের শুরুতেই ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। চুনারুঘাটের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এজন্য আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ হবে আমার প্রেরণা। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকরা সবসময় নিবেদিত। তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও জনগণের সাথে ঘনিষ্ঠ থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন। সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, চুনারুঘাটের উন্নয়নে সংবাদকর্মীরা সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় জনগণের আস্থা আরও বাড়াবে। সাংবাদিকদের পক্ষ থেকেও শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও স্থানীয় উন্নয়নমূলক নানা প্রস্তাবনা তুলে ধরা হয়। মতবিনিময়ের পুরো সময়জুড়ে ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহ। মতবিনিময় শেষে ইউএনও সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট মোহাম্মদ রবিন মিয়া কোম্পানিগঞ্জে বদলি হলে তার স্থলাভিষিক্ত হন শফিকুল ইসলাম। নবাগত ইউএনও ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সন্তান শফিকুল ইসলাম এর আগে সিলেট জেলা প্রশাসক, ফেঞ্চুগঞ্জের ইউএনও, আজমিরিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সহ দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।