স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দোয়াখানি গ্রামে অভিযান চালিয়ে দেশীয় মদসহ কৃষ্ণ রবি দাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে মেজর কাজী ফয়সল আহমেদের নেতৃত্বে যৌথবাহিনী দোয়াখানি গ্রামে অভিযান চালিয়ে কৃষ্ণ রবি দাসকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২ লিটার দেশীয় মদ, ১৪০ লিটার ওয়াশ ও ৪টি মোবাইল ফোন জব্দ করে। সে ওই গ্রামের শম্ভু রবি দাসের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।