স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামের গাঁজা ব্যবসায়ী বাচ্চু মিয়াকে (৫২) আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা, কলকি ও নগদ টাকা জব্দ করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল মতলিব খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে আটক করে।