স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে || মাধবপুর উপজেলার নোয়াহাটি মোহন ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই জয় পাল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থানার শেওড়াপারা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে হান্নান মিয়া (৩৫), কাফরুল থানার শেওড়াপারা এলাকার মৃত বাবুল চৌধুরীর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫) ও মিরপুর ১০ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেনকে (২৪) আটক করে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্যা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com