আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে || হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কিছু দিনের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করবেন। এবারের নির্বাচন হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না। এবারে নির্বাচন অবাধ, সুষ্ট, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পাওয়ার আশায় অটোপাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে গেছেন। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই শিক্ষার উন্নয়নে কাজ করেছে। নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা ব্যবস্থা দেশে মেধাবী তৈরী করেছে। শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখাপড়া করে দেশ সমাজ ও জনগণের কাজ করতে হবে। তিনি আরও বলেন- আমি সরকারি কোন দায়িত্বে না থেকেও বিএনপির শাসনামলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছি। ভবিষ্যতে যদি সুযোগ ভাই তাহলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। বুধবার সকালে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে এস.এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে জনগণের কাছে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অনেক ত্যাগ স্বীকার করে আমরা মাধবপুর-চুনারুঘাটবাসীর পাশে থেকেছি। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। আমাদের বাড়ীতে বোমা হামলা করা হয়েছে। তবু জনগণের কাছ থেকে দূরে সরে যাইনি। যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ।
অপরূপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনতলা শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ মোঃ আসাদুজ্জান, অ্যাডভোকেট নিজাম খাঁন। স¦াগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক অবঃ ক্যাঃ লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৬শ’ শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ টাকা এস.এম ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।