স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ফল হাটা ও খোয়াই ব্রিজের নিকট অবৈধ মিশুক স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে করে সকাল ১১টা থেকে রাত পর্যন্ত যানজট সৃষ্টি হচ্ছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছেন না। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেক শিক্ষার্থী ও চাকুরিজীবী সময়তো কর্মস্থলে না পৌঁছাতে পারায় কাজ-কর্মে ব্যাঘাত ঘটছে।
জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই পেশিশক্তি ব্যবহার করে একটি চক্র ওই এলাকায় অবৈধ মিশুক স্ট্যান্ড গড়ে তুলেছে। ওই চক্রটি প্রতিদিন ২০ টাকা করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে হালকা এ যানটি দাপিয়ে বেড়াচ্ছে সড়কে। যেখানে সেখানে পার্কিং করার ফলে যানজট সৃষ্টি হচ্ছে।