স্টাফ রিপোর্টার ।। শায়েস্তাগঞ্জ পুরান বাজার রেল গেইটের অদূরে সাজিদুল মিয়া (৩০) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহাগ আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাজিদুল আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত উসমান উল্লার ছেলে।
পুলিশ জানায়, সিলেটগামী সুরমা মেইলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।