স্টাফ রিপোর্টার ।। চুনারুঘাট উপজেলার ঘরগাঁও থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার সন্ধ্যার দিকে শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মামলা দিয়ে আটককৃতদের চুনারুঘাট থানায় সোপর্দ করে।