মো. মামুন চৌধুরী ।। শায়েস্তাগঞ্জ উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (উন্নয়ন-২) মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মইনুল হাসান রতন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা।