স্টাফ রিপোর্টার ।। বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতা লুৎফুর রহমান (৩৫) এর দাঁত ভেঙ্গে গেছে। শুধু তাই নয়, তাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লুৎফুর রহমান বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দুল গণির পুত্র এবং লামাতাশি ইউনিয়নের জামায়াতের প্রচার সম্পাদক।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গতকাল রাত ৯টায় নন্দনপুর বাজারে লুৎফুর রহমানকে মারপিট করে আহত করা হয়।