
স্টাফ রিপোর্টার ।। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় মালবোঝাই দুইটি ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে মুচরে যাওয়া ট্রাক দুইটি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে উদ্ধার করেছে। ওই সময় মহাসড়ক দিয়ে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৩৭১) এর সাথে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৩৮০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় লিটন আলী নামে এক ট্রাক চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com