নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ-আরএফএল) গ্রুপ। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকেলে ‘পাশে আছি বাংলাদেশ’ এ কর্মসূচির অংশ হিসেবে ‘আহার হবে সবার ঘরে’ এই প্রতিপাদ্যে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন) মোহাম্মদ আহসানুল হাবিব, সাব-সহকারি ম্যানেজার (এডমিন) এফ এইচ খন্দকার সুমন, লিগ্যাল অফিসার আব্দুর রহিম, ফায়ার এন্ড সেফটি অফিসার সোহান ব্যাপারি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন প্রাণ-আরএফএল গ্রুপ শুধু ব্যবসার চিন্তা করে না। মানবিক কাজও করে। আমি ইতিমধ্যে দেখেছি শীতবস্ত্র, মেধা বৃত্তি, ব্যানার্তদের সহযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন মানবিক কাজে প্রাণ-আর এফএল গ্রুপ সবসময় পাশে থাকে। ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন) মোহাম্মদ আহসানুল হাবিব বলেন- মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আর তাই আমাদের ‘পাশে আছি বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ফেনী ও লক্ষ্মীপুরের ২ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে তাঁদের শীতকালীন খাবারের সংকট কিছুটা লাঘব করার চেষ্টা করেছি। এছাড়াও নোয়াখালী, নাটোর, শেরপুর আর হবিগঞ্জের ৮ হাজার পরিবারকেও এই সহায়তার আওতায় আনা হচ্ছে। কারণ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।