নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ছাবু মিয়া (৪৮) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ছাবু মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের মৃত আলতার মিয়ার ছেলে। পুলিশ জানায়- বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও এএসআই হাসিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাবু মিয়াকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com