স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে পিতা ও স্কুলপড়–য়া পুত্রকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় সিজিল (৪০), তার পুত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাসুম (১২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা জানায়, একই গ্রামের বাবুল মিয়ার সাথে সিজিল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বাবুলের পুত্র করিম মিয়া, কাদির মিয়ার পুত্র সুলেমান ও হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে সিজিল মিয়ার জমিতে ঘর তুলতে যায়। এসময় সিজিল মিয়া বাধা দিলে তাদের কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com